মহৌষধ কালিজিরা
ভীষণ উপকার জিনিস কালিজিরা। এটাকে খাবার না বলে
পথ্য বলাই ভালো। এখন প্রচন্ড গরম। এই মৌসুমে গরম ও ঠান্ডাজনিত কারণে অনেকের জ্বর
হচ্ছে। জ্বর, কফ, গায়ের ব্যথা দূর করার জন্য কালিজিরা যথেষ্ট উপকারী বন্ধু। এতে
রয়েছে ক্ষুধা বাড়ানোর উপাদান। পেটের যাবতীয় রোগ-জীবাণু ও গ্যাস দূর করে ক্ষুধা
বাড়ায়। যারা মোটা হতে চান, তাদের জন্য কালিজিরা যথাযোগ্য পথ্য। আবার যাদের শরীরে
পানি জমে হাত-পা ফুলে যাওয়ার সমস্যা রয়েছে, তাদের পানি জমতে বাধা দেয়। কালিজিরা
শরীরের জন্য খুব জরুরি। সন্তান প্রসবের পর কাঁচা কালিজিরা পিষে খেলে
শিশু দুধ খেতে পাবে বেশি পরিমাণে। কালিজিরায় রয়েছে অ্যান্টিমাইক্রোরিয়াল
এজেন্ট, অর্থাৎ শরীরের রোগ-জীবণু ধ্বংসকারী উপাদান। এই উপাদানের জন্য শরীরে সহজে
ঘা, ফোড়া, সংক্রামক রোগ (ছোঁয়াচে রোগ) হয না। আমাদের মেধার বিকাশের জন্য কাজ করে দ্বিগুন
হারে। কালিজিরা নিজেই একটি অ্যান্টিবায়েটিক বা অ্যান্টিসেপটিক। দাঁতে ব্যথা হলে
কুসুম গরম পানিতে কালিজিরা দিয়ে কুলি করলে ব্যথা কমে; জিহ্বা, তালু, দাঁতের মাড়ির
জীবাণু মরে। খুব বেশি কালিজিরা খেলে হিতে বিপরীত হবে। আর যারা কালিজিরা হজম করতে
পারেন না, তাঁরা খাবেন না। কালিজিরা কৃমি দূর করার জন্য কাজ করে। তারুণ্য ধরে রাখে
দূর্ঘকাল। আমাদের কাজ করার শক্তিকে দ্বিগুন বাড়িয়ে দেয়। দেহের কাটা-ছেঁড়া শুকানোর
জন্যও কাজ করে। তাই প্রতিদিন অল্প করে ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন কালিজিরা।
Free Mp3 Song, HD Videos, Whatsapp Funny Videos, Ringtones, Wallpapers, Games, Android Apps,Sex Tips,All Type Of Tips And Tricks Free Download Site. Click Here:- http://deshmusic.com Try it now.. DeshMusic.Com
উত্তরমুছুন